ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

র‌্যাবের নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম

পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন মো. মাজহারুল ইসলাম। এর আগে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মাজহারুল ইসলাম সরকারি প্রকাশনা ও মুদ্রণালয়ের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।


উল্লেখ্য, গত ৯ নভেম্বর র‌্যাবের আইন কর্মকর্তা সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য র‌্যাবের আবেদনের ভিত্তিতে নতুন আইন কর্মকর্তা মাজহারুল ইসলামকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

ads

Our Facebook Page